মেহেরপুরের শ্যামপুরে বাল্যবিয়ে বন্ধ : কনের পিতার সাত দিনের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে বাল্যবিয়ে দেয়ার চেষ্টার অপরাধে কনের পিতা রজব আলীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দণ্ডপ্রাপ্ত রজব আলীর বাড়িতেই ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, রজব আলীর মেয়ে রজনী খাতুন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তাকে একই গ্রামের এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়। খবর পেয়ে মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম কনের বাড়িতে পৌঁছান। বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অপরাধে কনের পিতাকে বাল্যবিয়ে নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম। দণ্ডপ্রাপ্ত রজব আলীকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে পণ্ড হয়ে যায় বাল্যবিয়ে। কনে বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়া এবং তার লেখাপড়া চালিয়ে নেয়ার অঙ্গীকারনামা কনের পিতার নিকট থেকে আদায় করা হয়।