আলমডাঙ্গা ব্যুরো: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন আলমডাঙ্গার নবনির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনু। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান লুতফর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, পৌর সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, শরিফ উদ্দীন, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম আজম, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ শর্মা, খন্দকার সাজেদুল হক মনি, মেয়রের সহোদর অধ্যক্ষ আ স ম সালাহ উদ্দীন টিপু, মীর মহর, হাজি শমসের মল্লিক, হাজি এনামুল কবির, বাউল সাধু গুরু ফাউন্ডেশনের সম্পাদক একরামুদ্দৌলা ঝন্টু, ওসমান গনি বিস্কুট, ঠাণ্ডু মিয়া, আবু তাহের, আব্দুল আহাদ মন্টু, যুবলীগ নেতা আবু সিদ্দিকী টগর, হেকমত আলী, আরিফ প্রমুখ। গতকাল মঙ্গলবার ভোরে নবনিবার্চিত মেয়র প্রায় অর্ধশত নেতাকর্মীকে সাথে নিয়ে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টা নাগাদ বাস টুঙ্গিপাড়ায় পৌঁছায়। দুপুর ১২টায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হয়।