স্টাফ রিপোর্টার: র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাগেরহাটের মংলায় দু বনদস্যু নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ৩৩৫ রাউন্ড গুলিবিনিময় করে। র্যাব জানিয়েছে, এতে বনদস্যু মর্তুজাবাহিনীর প্রধান গোলাম মর্তুজাও নিহত হয়েছেন। এখন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর দেশি ও বিদেশি ১৫ টি আগ্নেয়াস্ত্র, ৩৯ রাউন্ড গুলি ও অন্যান্য অস্ত্রসহ ১৯ হাজার ৬৭২ টাকা উদ্ধার করা হয়। র্যাব-৮’এর সিও লে. কর্নেল ফরিদুল আলম বলেন, সকালে র্যাবের টহল দল বনের সেলা নদীতে গেলে বনদস্যুরা আড়ালে গিয়ে গুলিবর্ষণ করে। র্যাবও এ সময় পাল্টাগুলি করে। মর্তুজার সাথে তার সেকেন্ড ইন কমান্ড মোশাররফও নিহত হয়েছে। তাদের বাড়ি মংলার জয়মনিঘোল এলাকায়।