স্টাফ রিপোর্টার: দামড়হুদার ভগিরথপুর গ্রামের ব্রিজপাড়ায় একই দিনে আপন দু ভাইয়ের বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি….রাজেউন)। ইয়াসিন মণ্ডল (১০৮) বছর বয়সে আর ছোট ভাই বাক্কা মণ্ডল (১০০) বছর বয়সে মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছোট ভাই বাক্কা মণ্ডলকে দাফনকার্য সম্পন্ন করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন মণ্ডলকে ভগিরথপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলামের পিতা মৃত্যু ইয়াসিন মণ্ডল।