মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিক আড্ডা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কানাডা প্রবাসী সৈকত রুশদী।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্তিবানীর নির্বাহী সম্পাদক মেহেরপুরের সন্তান রবিউল আলম। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, আতিকুর রহমান টিটু, কামারুজ্জামান খান, সাংবাদিক রফিক-উল আলম, ওয়াজেদুল হক, মহাসিন আলী, ফারুক হোসেন, মাজেদুল হক মানিক, ফজলুল হক, মিজানুর রহমান, মেহের আমজাদ, তৌহিদ-উদ-দৌল্লা রেজা, মো. রাশেদুজ্জামান, ফারুক মল্লিক, জিএফ মামুন লাকি, ইয়াদুল মোমিন, জাহিদ হোসেন, মীর সাউদ আলী চন্দন, বেন আমিন মুক্ত প্রমুখ।
অনুষ্ঠানের মধ্যমনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈকত রুশদী মফস্বল সংবাদদাতাদের একাল-সেকাল, দেশি ও বিদেশি সংবাদ ও সাংবাদিকতার ওপর গুরুতারোপ করেন। পরিশেষে তিনি মেহেরপুর প্রেসক্লাবের উন্নয়ন সহযোগিতায় হাত বাড়ানোর আশ্বাস দেন। এ সময় সাংবাদিকদের বুনিয়াদী জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন লেখকের বেশ কিছু বই সভাপতি রশিদ হাসান খানের তুলে দেন। এর আগে অতিথিরা প্রেসক্লাবে পৌঁছুলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।