স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পাটির চেয়ারম্যান এইচএম এরশাদের ব্যঙ্গ ছবি পোস্ট করায় সাভারে নাঈম আল নোমান নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে সাভার পৌর এলাকার উত্তরপাড়া থেকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ব্যঙ্গ ছবি ফেসবুকে প্রকাশের বিষয়টি জানাজানি হলে সাভার মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের উত্তরপাড়ার নিজ বাসভবন থেকে নাঈমকে গ্রেফতার করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন, নাঈমকে গ্রেফতারের পর থানায় মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।