স্টাফ রিপোর্টার: বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের আগে খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে ৪৫ বার ফোন করেছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় তিনি এ দাবি করেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের যোগসূত্র ছিলো বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি নেত্রী প্রায়ই বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন তোলেন। ২০০৯ সালে সরকার গঠন করলাম। দুই মাসের মধ্যে শুধু পিলখানায় নয় সমগ্র বাংলাদেশে সেই যুদ্ধ শুরু হয়েছিলো। আমরা মাত্র দুই দিনে তা কন্ট্রোল করি। নতুন সেই সরকার কেন একটা বাহিনীতে বিদ্রোহ ঘটাবে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) কেন ক্যান্টনমেন্ট থেকে আন্ডারগ্রাউন্ডে গেলেন? সকাল সাড়ে ৭-৮টার মধ্যে কেন বাড়ি ছেড়ে চলে গেলেন, সেই জবাব জনগণকে দিতে হবে। আমার ধারণা হয়, ওই ঘটনার সাথে তার যোগসূত্র ছিল। তিনি বলেন, তার ছেলে (তারেক) লন্ডন সময় রাত ১টায় ৪৫ বার ফোন করে বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। কেন তার মাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছে? জনগণের কাছে এর জবাব তাদের দিতে হবে।
শেখ হাসিনা দাবি করেন, ২০০৯ সালের ফেব্রুয়ারির ওই বিদ্রোহে নিহত ৫৭ জন সেনা অফিসারের মধ্যে ৩৩ জনই আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাদেরকে কেন সেখানে পোস্টিং দেয়া হয়েছিলো সেটাও একটা প্রশ্ন।
১২৩ ভাগ বেতন বাড়ানোর পরও সরকারি চাকরিজীবীদের মধ্যে কেন এত অসন্তোষ তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, শিক্ষকদের জন্য আরও কিছু করার থাকলে, সরকার সেটা অবশ্যই বিবেচনা করবে। ছেলে-মেয়েদের পড়াশোন বন্ধ করবেন না, তারা তা মেনে নেবে না। শিক্ষকদের এ আন্দোলনে চরম ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এতো বড় বেতন বাড়ানোর পরও কেন এত অসন্তোষ! সেটাই আমাদের শিক্ষার বিষয়। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আর যদি এতো মর্যাদাই লাগে, চাকরি ছেড়ে দিয়ে পিএসসিতে (পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষা দিয়ে সচিব হয়ে যান। খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, পাকিস্তান যে সুরে কথা বলে তিনিও সে সুরে কথা বলেন। ৩০ লক্ষ শহীদকে কটাক্ষ করে তিনি বললেন, এত মানুষ তো মারা যায়নি। তিনি বলেন, খালেদা জিয়ার দিল মে হে পেয়ারে পাকিস্তান, তিনি পাকিস্তানকে ভুলতে পারেন না। তাই পাকিস্তানি দোসররা যে সুরে কথা বলেন, তিনিও সেই সুরে কথা বলেন।