স্টাফ রিপোর্টার: যশোর ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত দু যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও মণিরামপুর উপজেলার উত্তর লাউড়ি গ্রামের মুনসুর আলীর ছেলে মনিরুল ইসলাম (২৬)। হাসপাতাল সূত্রে জানা যায়, খালিদ গত রোববার সকালে শহরের আর এন রোড থেকে মোটরপার্টস নিয়ে পিরোজপুর জেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর জেলার জিয়ানগর নামক স্থানে পৌঁছুলে পিকাপ ভ্যানটি খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর হাসপাতালে ভর্তি করে। পরে ওইদিন গভীর রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।
এদিকে রোববার ভোরে করিমনচালক মনিরুল ইসলাম তার করিমনটি নিয়ে মনিরামপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে বাজারের অদূরে করিমনটি খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত দুপুরে হাসপাতালেরমর্গে সম্পন্ন হয়েছে।