স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর গঙ্গাদাসপুর গ্রামে ভূমিহীনদের ওপর হামলা ও দু ভূমিহীন হত্যার ঘটনায় নিরপরাধ মানুষকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আলোচিত ওই মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা মালেক মোল্লার পরিবার। লিখিত বক্তব্যে তার বড় ছেলে মুন্সি সিরাজুল ইসলাম জানান, রাজনৈতিকভাবে হয়রানি করতেই আমার বাবা, ভাইসহ আমাদের পরিবারকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অথচ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি অভিযোগ করেন, আমাদের বসত বাড়ির জিনিসপত্র লুট করা হচ্ছে। অথচ, পুলিশ নির্বিকার থাকছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি বিরোধপূর্ণ ওই জমি নিজেদের দাবি করে তার পক্ষে কাগজপত্রও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। একই সাথে প্রকৃত ঘটনা তদন্ত করে ভূমিহীনদের ওপর হামলায় জড়িতদের কঠোর শাস্তিরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সন্ধ্যারাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে বিরোধপূর্ণ জমিজমা নিয়ে বোমা হামলা ও ভোজালির আঘাতে মোহাম্মদ আলী ও শাহাবুদ্দীন নামের দুজন নিহত হন।