চুয়াডাঙ্গা গোকুলখালী-ছুটিপুর সড়কে সন্ধ্যারাতে ছিনতাই

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গোকুলখালী-ছুটিপুর সড়কের গোকুলখালী রামনগরের মাঝামাঝি অলিকাটার ব্রিজ নামক স্থানে সন্ধ্যারাতে প্রায় ঘন্টাব্যাপী ছিনতাইকারী দল তাণ্ডব চালিয়ে টাকাসহ মোবাইলফোন ছিনতাই করেছে।
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যারাতে দামুড়হুদার দলিয়ারপুর গ্রামের আমির হোসেনের ছেলে বাঁশ ব্যবসায়ী সেলিম হোসেন ও ফকির সাবদার হোসেনের ছেলে মরজেম আলী ভালাইপুর মোড় থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামনগর-গোকুলখালী সড়কের অলিকাটা ব্রিজ নামক স্থানে পৌঁছুলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা মুখবাঁধা কয়েক ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় মরজেমকে বেধড়ক পিটিয়ে ও সেলিমকে কুপিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। সন্ধ্যাসাড়ে ৭টার দিকে দলিয়ারপুর থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন ঘটনা বুঝতে পেরে রামনগর গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে ছিনতাইকারীর কবলে পড়া দামুড়হুদার গোপিনাথপুর গ্রামের রবিউলের ছেলে ব্যবসায়ী শামিমকে রাস্তার নিচ থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত সেলিমকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর একই স্থানে দু ঘণ্টা তাণ্ডব চালিয়ে ৫ জনকে পিটিয়ে ৬০ হাজার টাকাসহ ৬টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। একই স্থানে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় স্থাণীয় প্রশাসনকে দায়ী করে এলাকাবাসী। তারা অভিযোগ করে বলে, স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়ার কারণে নির্বিঘ্নে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তারা ওই সড়কে নিয়মিত পুলিশি টহলসহ যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে।