স্টাফ রিপোর্টার: সিরিজকে সামনে রেখে দু জন হয়ে গেলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। অবশ্য এ খেলায় সহঅধিনায়ক সাকিবের কাছে হেরে গেছেন অধিনায়ক মাশরাফি। গতকাল শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে থাকা প্রাথমিক দলের খেলোয়াড়রা বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল নামে বিভক্ত হয়ে খেলতে নামেন। যেখানে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দল মাশরাফির লাল দলকে ১৯ রানে হারিয়েছে।
টস জিতে মাশরাফি বিন মর্তুজা সাকিবকে আগে ব্যাটিঙের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের অর্ধশত রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে সাকিবের সবুজ দল। মুশফিক করেন ৫৭ রান। এছাড়া এনামুল হক বিজয় ৩২, সাকিব ১২ এবং লিটন দাস ১৭ রান করেন। লাল দলের হয়ে সাব্বির রহমান ২টি এবং মাশরাফি, আবু হায়দার রনি ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকে একটি করে উইকেট নেন। ১৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাশরাফির লাল দল ১৩২ রান করে। দলের পক্ষে তামিম ইকবাল ২৮, সাব্বির ২১, নুরুল হাসান সোহান ২২ রান করেন।
সবুজ দলের পক্ষে সাকিব আল হাসান ২টি এবং শুভাগত, মো. শহীদ ও আরাফাত সানি ১টি করে উইকেট লাভ করেন।