জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সাবরেজিস্ট্রারের নানাবিধ দুর্নীতির প্রতিবাদে ও তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় আইনি ব্যবস্থাগ্রহণসহ অবিলম্বে অপসারণের দাবিতে দলিল লেখক সমিতি কলমবিরতি শুরু করেছে। গতকাল বুধবার সকাল থেকে লাগতার এ কলমবিরতি শুরু করা হয়।
দলিল লেখক সমিতির অভিযোগে জানা যায়, সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান যোগদানের পর থেকে নিয়মিতভাবে অফিস ফাঁকি দিয়ে থাকেন। সপ্তায় তিনি মাত্র দেড় দিন অফিস করেন। গত মঙ্গলবার দুপুরে অফিসে এসে গতকাল বুধবার ২টার দিকে অফিস ত্যাগ করেন। টাকা ছাড়া তিনি কোনো জমি রেজিস্ট্রি করেন না। জমি রেজিস্ট্রিতে বিভিন্ন রেটে তাকে ঘুষ দিতে হয়। দলিল মূল্যে প্রতি লাখে ৫শ টাকা, নতুন দলিল প্রতি ৫০ টাকা, খারিজ কপি না থাকলে ২ হাজার টাকা, হেবা নামা দলিলে ২ হাজার টাকা, মূল রেকর্ড না থাকলে ৩শ টাকা, তহশীলদারের কপি হলে ৫শ টাকা, জমির শ্রেণি পরিবর্তন করতে ৬ হাজার টাকা, জমি গ্রহীতা না থাকলে ২শ টাকা, দুপুর ২টা পর লেট ফাইনের নামে ১শ টাকা এবং ৩টার পরে ২শ টাকা করে ঘুষ আদায় করেন। ঘুষ না পেলে তিনি দলিল রেজিস্ট্রি না করে অহেতুকভাবে মহুরারদের হয়রানি করে থাকেন। এ বিষয়ে জানার জন্য সাবরেজিস্ট্রারের মোবাইলফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি।