আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার বিদ্যাধরপুর গ্রামে বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে কন্যা পক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করার পর বরযাত্রী আসার আগে পুলিশ অভিযোগ পেয়ে বিয়েবাড়িতে হানা দিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেয়।
জানা গেছে, বিদ্যাধরপুর গ্রামের শহিদুল ইসলামে মেয়ে আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমানের (২০) সাথে বিয়ের দিন ধার্য ছিলো। বরযাত্রী বিয়ের আসরে আসার আগেই খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবীরের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই শ্যামল সমদ্দার সঙ্গীয় ফোর্সসহ বিয়েবাড়িতে গিয়ে সকল আয়োজন পণ্ড করে দেন।