আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের কাশিপুরে ৩ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার ভোরে জীবননগরের উথলী ইউনিয়নের কাশিপুর দক্ষিণপাড়ার আল আমিন হোসেনের স্ত্রী নাসিমা খাতুন (৩২) পারিবারিক কলহের জের ধরে বিষপান করলে সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। পুলিশ বিকেলে লাশের সুরতহাল রিপোট শেষে উভয়পক্ষের অভিভাবকদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়। গতরাতে নাসিমা খাতুনের লাশ দাফন করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।