ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রয়াত যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশাবুল হক আশার ১৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে গতকাল বুধবার দুপুর ২টার দিকে ভালাইপুর মোড়ে আওয়ামী লীগ-যুবলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমবায় সম্পাদক আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর। অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গাংনী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকারিয়া হোসেন, জেলা যুবলীগ নেতা তোহিদুল হক ফকা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, যুবলীগ নেতা বাকের আলী, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু প্রমুখ। পারিবারিকভাবেও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ২৭ অক্টোরব চুয়াডাঙ্গা কলেজ রোড়ে হাসপাতাল মোড়ে প্রাতভ্রমণকালে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন আশা। ঢাকায় চিকিৎসাধীন আবস্থায় দুদিন পর ২৯ আক্টোবর তিনি মারা যান।