মেহেরপুর অফিস: যাত্রা শিল্পের অপসংস্কৃতির বিরুদ্ধে মেহেরপুরে ৫ রাত ব্যাপি যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যোনের মফিজুর রহমান মুক্ত মঞ্চে অনুষ্ঠিত যাত্রা উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পি.পি. অ্যাড. পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।
পরে সেখানে শ্রী ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচনা এবং মশিউজ্জামান বাবু ও আব্দুল ওয়াদুদের পরিচালনায় যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চায়ন করা হয়। বিপুল সংখ্যক দর্শক যাত্রাপালা উপভোগ করেন।