মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামের একটি মারামারি মামলার আসামি হিসেবে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তার গ্রামের বাড়ি আশরাফপুর থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, গত মঙ্গলবার সদর উপজেলার আশরাফপুর গ্রামে দু পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ওই ঘটনায় গ্রামের একজন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফারুক হোসেনসহ বেশ কিছু লোককে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ২০১২-২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনার কয়েকটি মামলার আসামি রয়েছেন ফারুক হোসেন। অবশ্য নাশকতার মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন। আজ শনিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।