ইজতেমায় প্রথম দিনে তিন মুসল্লির মৃত্যু
স্টাফ রিপোর্টার: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেয়া তিন মুসল্লির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের মামুদ আলী কবিরাজের ছেলে ফরিদ উদ্দিন (৬৫) ও নূর ইসলাম (৭২) ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। আরেক জনের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শুক্রবার সকালে টঙ্গীর তুরাগতীরের ইজতেমাস্থলে এ তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবহন শ্রমিকদের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক সংগঠনের সংঘর্ষে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন।
দুই সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার দুপুরে বগুড়ার সান্তাহারের সিএসডি গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। সিএনজি অটোরিকশা সমিতির বিক্ষুদ্ধ শ্রমিকরা ইজিবাইক মালিক সমিতির সভাপতি ও আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনের বাড়ি, জাতীয় পার্টির অফিস, উপজেলা জাপার সভাপতি এনএইচএম মিলনের ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতি কার্যালয় এবং জাপা নেতা শিবলির বাড়িসহ অন্তত ১০ স্থানে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল চালককে গলা কেটে খুন
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় এক মোটরসাইকেল চালককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তিকে গাছের সাথে বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
প্রেমের পথ গিয়ে মিললো বিয়েতে
স্টাফ রিপোর্টার: শখ-নিলয় দুজনেরই ছিলো ফোন বন্ধু। কোনোভাবেই মিলছিলো না তাদের খোঁজ। ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তারা বিয়ে করে ফেলেছেন। বিয়ের খবর নিশ্চিত হতে যোগাযোগ করা হয় শখের বাবা শামীম কবিরের সেলফোনে। ‘আমি এখন অনেক ব্যস্ত। বাসার বাইরে আছি। মোবাইলের নেটওয়ার্কও ভালো না। তা ছাড়া এসব নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না’-বলেই ফোনের লাইনটা কেটে দেন তিনি। এদিকে জানা গেছে, বৃহস্পতিবার পুরান ঢাকায় পারিবারিক ভাবে মালাবদল করেন শখ-নিলয়। জানা যায়, বিয়েতে তাদের দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা। এদিকে বিয়ের পর মোবাইলগুলো বন্ধ রেখেছে এই আলোচিত জুটি।
বর্ষ সেরা ৩ নায়িকা
স্টাফ রিপোর্টার: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির চলচ্চিত্র বিষয়ক নিয়মিতো অনুষ্ঠান মুভি বাজারের জরিপে ২০১৫ সালের সেরা ৩ নায়িকার নাম ঘোষণা করা হয়েছে। মুভি বাজার অনুষ্ঠানটির ফেসবুক পেজে গত বছরজুড়ে এই জরিপ চালানো হয়। ফেসবুকে মুভি বাজারের দর্শক জরিপে ২০১৫ সালের শীর্ষ নায়িকা মাহি। ২য় অবস্থানে রয়েছেন নায়িকা পরী মণি। ৩য় অবস্থানে রয়েছেন অপু বিশ্বাস।