বিশ্ব টুকিটাকি : সুদানে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার মৃত্যু

সুদানে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর মঈনুল আহসান খান জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সুদান মিশনে কর্মরতবস্থায় মারা গেছেন। আজ শনিবার বেলা ১টায় রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৯ ডিসেম্বর স্থানীয় সময় (সুদান) ভোর ছয়টায় সুদানের রাজধানী খার্তুমে লেভেল-৪ হাসপাতালে রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। গত বছরের ২৫ মার্চ তিনি সুদান মিশনে গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি স্ত্রী, দু সন্তান এবং বৃদ্ধা মাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম মঈনুল আহসান খান ২০০৪ সালের ৩১ অক্টোবর এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মিশনে যাওয়ার আগে তিনি মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন। এছাড়া, তিনি কিশোরগঞ্জ, ভোলা, বরগুনা, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় চাকরি করেছেন।

প্রকাশ্যে নিজের মাকে হত্যা করলো আইএস সদস্য
মাথাভাঙ্গা মনিটর: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বর্বরতার সাথে অপরিচিত নয় বিশ্ববাসী। নানান কায়দায় ও অজুহাতে মানুষ হত্যা করে শিরোনামে এসেছে সংগঠনটি। তবে এবার তাদের এক সদস্য বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেলেন। আইএস ছাড়তে বলায় প্রকাশ্যে নিজের মাকে হত্যা করলো এক জঙ্গি সন্তান। গত বুধবার আইএসের কথিত রাজধানী রাকায় এ হত্যার ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শুক্রবার খবরের সত্যতা নিশ্চিত করেছে। অবজারভেটরি জানায়, ৪৫ বছর বয়সী ওই মা তার সন্তানকে ভুল পথে চলার বিষয়ে সতর্ক করেন। আইএসের চোখে ওই মায়ের অপরাধ সন্তানকে জঙ্গি দল ছেড়ে বিদেশ চলে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই সাথে আইএস নির্মূল হয়ে যাওয়ার বিষয়েও তার সন্তানকে সতর্ক করেছিলেন। কিন্তু মায়ের কথা না শুনে তা জঙ্গি নেতাদের বলে দেন ওই ঘাতক। পরে ওই মাকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আইএস। আর তাকে হত্যার জন্য তার সন্তানকেই দায়িত্ব দেয়া হয়। ২১ বছর বয়সী আলি সাকার তার মা ৪৫ বছরের লিনা আল-কাশেম রাকার পোস্ট অফিসের কাছে কয়েকশ’ মানুষের সামনে হত্যা করে। সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে ২০১৩ সাল থেকে এভাবে অন্তত ২ হাজার মানুষকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে, গলা কেটে অথবা পাথর মেরে হত্যা করেছে।

নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি অভিবাসী উদ্ধার
মাথাভাঙ্গা মনিটর: নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। অভিবাসীরা জানায়, পাচারকারীরা তাদের রাস্তায় ফেলে চলে গেছে। এমন সময়ই পুলিশ তাদের উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। গতকাল শুক্রবার দেশটির পুলিশ কমিশনার লিওনিডাস রক বলেন, এই বাংলাদেশিদের কোস্টারিকা থেকে হন্ডুরাস নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথ হিসেবে নিকারাগুয়েতে প্রবেশ করে।’ বৃহস্পতিবার মাঙ্গুয়া থেকে ১২ কিলোমিটার দূরে একটি মহাসড়ক থেকে তাদের উদ্ধার করা হয় বলেও জানান তিনি। উদ্ধার অভিবাসীদের মধ্যে একজন জানান, নিকারাগুয়া দিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পাচারকারীদের ১০০ থেকে ৫০০ ডলার দিয়েছেন। দেশত্যাগের কারণ জানতে চাইলে একজন বলেন, রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশত্যাগ করেছেন।

ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় না ব্রিটিশরা!
মাথাভাঙ্গা মনিটর: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থাকতে চায়না অধিকাংশ ব্রিটিশ নাগরিক। এই বিষয়ে পরিচালিত জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছে বেশির ভাগ ব্রিটিশ নাগরিক। বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপে এ ফল পাওয়া যায়। ইইউ ছাড়া না ছাড়ার প্রশ্নে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় গণভোটে বেশির ভাগ মানুষই ইইউ ছাড়ার পক্ষে ভোট দিতে মনস্থির করেছে। যুক্তরাজ্য ইইউ’য়ে থাকবে কি-না এ ব্যাপারে জুনের শুরুতেই গণভোট ডাকতে পারেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ পরিস্থিতিতে ওআরবি পরিচালিত জনমত জরিপের ফলে ব্রিটিশদের মধ্যে ইইউ বিরোধী মনোভাব বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে। এতে দেখা গেছে, ২১ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন হলেও ৪৩ শতাংশ ব্রিটিশই ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে। আর ইইউ’য়ে যুক্তরাজ্যের থাকার পক্ষে রয়েছে ৩৬ শতাংশ ব্রিটিশ। সিদ্ধান্তহীনদের বাদ দিলে বলা যায়, ৫৪ শতাংশ ব্রিটিশই দেশের ইইউ ত্যাগের পক্ষে। আর ৪৬ শতাংশ ইইউ ত্যাগের বিপক্ষে। গতবছর এ সংখ্যা ছিলো যথাক্রমে ৫১ শতাংশ এবং ৪৯ শতাংশ।

পাকিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
মাথাভাঙ্গা মনিটর: ফের ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল শুক্রবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মতে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ০। কয়েক মাস আগেই হিন্দুকুশ পর্বতমালায় সৃষ্ট ভূমিকম্পে পাকিস্তানে প্রায় চারশো মানুষ নিহত হয়েছিলো। তবে শুক্রবারের ভূমিকম্পে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।