মাথাভাঙ্গা মনিটর: জিততে জিততে হারলো পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সাথে ১৮৪ রানের সহজ টার্গেটে ১৮২ রানে অলআউট হয় মিজবাহ’র দল। এ ম্যাচ মাত্র ১ রানে হরলো পাকিন্তান। গতকাল বুধবার টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। এদিন পাকিস্তানের স্পিনে ধরাশায়ী হয় আফ্রিকা। সাঈদ আজমল ও শহিদ আফ্রিদির ঘূর্ণি বলের তোপের মুখে পড়ে ১৮৩ রানেই গুটিয়ে যায় এবিডি বিলিয়ার্সের দল। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েন পার্নেল। পাকিস্তানের হয়ে ৩৪ রান খরচ করে চার উইকেট দখল করেন সাঈদ আজম। ৩৭ রানে তিন উইকেট নেন শহিদ আফ্রিদি। এদিকে ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। রানের খাতা খুলার আগেই মর্নি মর্কেলের শিকার হন নাসির জামশেদ। এরপর পাকিস্তান বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলো। পাকিস্তানের যখন তিন উইকেট পতন হয় তখন তাদের সগ্রহ ছিলো ১০৭ রান। তখন একপ্রকার ধারণা করা হচ্ছিলো, এ ম্যাচ পাকিস্তানের হাতে। একপর্যায়ে ১৬৫ রানে পাঁচ উইকেট হারায়। এরপর ১৮ রান করতে গিয়ে বাকি পাঁচ উইকেট হারায় পাকিস্তান। এর ফলে পাঁচ ম্যাচের এ ওয়াডে সিরিজে ১-০তে এগিয়ে গেলো দক্ষিণ আফিকা।