গাংনীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নেতৃবৃন্দ

মেধাবীদের ছাত্রলীগে জায়গা দিতে হবে
গাংনী প্রতিনিধি: বঙ্গবন্ধুর আদর্শ মেনেই ছাত্রলীগ করতে হবে। মনে রাখতে হবে ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ থেকে বিছিন্ন নয়। দেশের কয়েকটি ঘটনায় ছাত্রলীগের ইমেজ নিয়ে প্রশ্ন ওঠে। তাই বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের সেই গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে হবে। এক্ষেত্রে মেধাবীদের ছাত্রলীগে জায়গা দিতে হবে। লেখাপাড়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি উপরোক্ত পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর। ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে প্রধান অতিথি হিসেবে মহিলা এমপি সেলিনা আখতার বানু ও উদ্বোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সহসভাপতি নবীর উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, রকিবুল ইসলাম রকিব, বাবলু প্রমুখ। বক্তব্য রাখেন এমএ খালেক। আলোচনা সভার আগে একটি ৱ্যালি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।