চুয়াডাঙ্গা ওজোপাডিকোর আওতাধীন এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গা ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সবুক্ত গীন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা ৩৩/১১-কেভি উপকেন্দ্রের আউটডোর ও ইনডোর ইকুইপমেন্ট সমূহের রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি সাময়িক বিদ্যুত বন্ধ থাকার জন্য কর্তৃপক্ষে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।