মেহেরপুর আশরাফপুর গোল্ডকাপ ফুটবলে আশরাফপুর যুব সাধু সংঘ চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত আশরাফপুর গোল্ডকাপের ফাইনাল খেলায় আশরাফপুর যুব সাধু সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে আশরাফপুর যুব সাধু সংঘ ৪-৩ গোলে ইসলামপুর এটু জেড কোচিংকে পরাজিত করেছে। খেলার প্রথামার্ধে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায়। খেলা পরিচালনা করেন টিটু। তাকে সহযোগিতা করেন শাবান মাহমুদ ও জাকির হোসেন। বিজয়ী দলের মামুন ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ এবং একই দলের রাজা সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। খেলা শেষে জেলা আওয়ামী লীগ সাংগাঠনিক সম্পাদক ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মীর ফারুক হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজউদ্দিন ও আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াস নবী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক রুহুল আমীন। ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও কোহিনুর বেগমসহ বিপুল সংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।