মাথাভাঙ্গা মনিটর: নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন করায় এক টিভি সাংবাদিককে অপমান করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করেছে পাকিস্তান দল। সেখানে এক সংবাদ সম্মেলনে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
এক সাংবাদিক আফ্রিদিকে প্রশ্ন করেন, পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কদের মতো আপনার রেকর্ড খুব ভালো নয়। আপনার কি মনে হয়, দলকে নেতৃত্ব দেয়ার ধরনে পরিবর্তন আনা উচিত? এই প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, আমি আপনার কাছ থেকে তুচ্ছ একটি প্রশ্নই আশা করেছিলাম। আফ্রিদির এমন আচরণে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করে তাকে ক্ষমা চাইতে বলে সাংবাদিকরা।