স্টাফ রিপোর্টার: ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুরা নামক স্থানে ট্রাক ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইপিজেড থেকে আসা আরেকটি বাস এবং একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হন। অন্য দুজন হাসাপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।