মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ জুয়াড়ির জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ জুয়াড়িকে ২শ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ওই জরিমানা আদায় করেন।
জুয়াড়িরা হলেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হান্নান মল্লিকের ছেলে পাইলট (৩০), মৃত সোনা মালিথার ছেলে আনিছুর রহমান (৪২), মৃত মোরাদ আলীর ছেলে হিসাব আলী (৪২), আনারুল ইসলামের ছেলে আশরাফ (৪১), চাঁদ আলীর ছেলে আসলাম (২৫), আবুল কাশেমের ছেলে ইমাদুল (৩৫), মৃত মোসলেম আলীর ছেলে পাইন (৩৫), সোনা মালিথার ছেলে খাইরুল বাশার (২৮) ও আনছার আলীর ছেলে লালন (৩০)।
সকালের দিকে মেহেরপুরের বলিয়ারপুর আইসি ক্যাম্পের ইনচার্জ আশরাফ আলী ওই গ্রামের একটি দোকানের পাশ থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার বেশ কিছু টাকা ও তাস উদ্ধারসহ তাদের আটক করেন। বিকেলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেকের কাছ থেকে ২শ টাকা করে জরিমানা আদায় করেন। পরে তারা জরিমানা দিয়ে বাড়ি ফিরে যায় বলে জানান মেহেরপুর সদর থানা পুলিশ।