মেহেরপুর অফিস: তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর পৌর কলেজে নির্মিত দ্বিতল বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ফলক উন্মোচন করেন। এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভনটির নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহিউদ্দীনের নামে ‘ছহিউদ্দীন আইসিটি ভবন’।
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনাসভায় অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বত্র প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার বদ্ধ পরিকর। তাই স্কুল কলেজে নির্মাণ করা হচ্ছে আইসিটি ভবন। সেখান থেকে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির জ্ঞানার্জন করে দেশ বিনির্মানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারবে। এরই মধ্যে আইসিটির দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। প্রযুক্তি কাজে লাগিয়ে আউট সোর্সিং থেকে একটি বড় অংকের অর্থ আয় করছে ছেলেমেয়েরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম সোলাইমান আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সহসভাপতি আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সদর উপজেলার সাবেক কমান্ডার আবুল কাশেম, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আলিবদ্দীন ও ইংরাজি বিভাগের প্রভাষক আজাদ আলী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।