ঘোলদাঁড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের সিঙ্গাপুর ফেরত পাইকপাড়া গ্রামের সোহাগ মাত্রাতিরিক্ত ঘুমের পিল সেবনে মারা গেছে। গতপরশু রাতে সে মারা যায়। পরিবারের সদস্যরা বলেছে, কয়েক বছর আগে ক্রসফায়ারে মারা যাওয়া পিতার ছেলে সোহাগ সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফেরে। হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গতপরশু মঙ্গলবার সে নিজ ঘরে মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খায়। রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে যুবক সোহাগ অর্থ উপার্জনের উদ্দেশে ভাগ্যের চাকা ঘোরাতে বাড়ির জমিজমা বিক্রি করে সিঙ্গাপুরে রাজ মিস্ত্রির চাকরি করতো। উপার্জিত অর্থ জমা করে কিছু ঋণ পরিশোধও করেছিলো। পরবর্তীতে সিঙ্গাপুরে পুলিশের হাতে ধরা পড়ে ২ মাস জেলে থাকার পর তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয় সিঙ্গাপুর সরকার। দেশে ফিরে এসে কোনো কাজ না পেয়ে হতাশায় ভুগছিলো সোহাগ। এরই মাঝে গত মঙ্গলবার রাতে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খেলে বাড়ির লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় গতকাল সকালের দিকে মৃত্যুবরণ করেন। নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়েছে।