স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সাথে সময় কাটালেন মাশরাফি বিন মুর্তজা। চ্যাম্পিয়ন হওয়ার চাপ নিয়ে নয়, বরং দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব নিয়ে তরুণদের খেলতে পরামর্শ দিলেন জাতীয় অধিনায়ক। কদিন পরই দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশের যুবারা। যুব বিশ্বকাপে কখনোই সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশ। এবার দেশের মাটিতে শিরোপা জিতবে বাংলাদেশ – প্রতিদিনই বাড়ছে এই প্রত্যাশার চাপ।
এই চাপটা ঝেড়ে ফেলে তরুণদের ফুরফুরে করতে চাইছে অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্ট। তারা তাই জাতীয় দলের অনুপ্রেরণাদায়ী অধিনায়ককে অনুরোধ করেছিলো তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে। গতকাল বুধবার অনুশীলনের ফাঁকে বিসিবি একাডেমিতে বাংলাদেশের বিশ্বকাপ দলের সাথে কথা বললেন মাশরাফি। পরে জাতীয় দলে অধিনায়ক শোনালেন তরুণদের যা বলেছেন।
আমি ওদেরকে বলেছি চাপটা একদমই না নিতে। চ্যাম্পিয়ন হতেই হবে, এটা মাথায় না রাখতে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই সবচেয়ে বড় কথা। মাঠে নামার সময় এই গর্বটা যেন থাকে। সেই গর্বে উদ্বুদ্ধ হয়ে পারফর্ম করলেই হবে। শিরোপা জয়ের ভাবনায় বিভোর হওয়ার প্রয়োজন নেই। মাশরাফি তরুণদের বলেছেন সব কিছুর আগে ক্রিকেট উপভোগ করতে। ওদের যা বয়স, এখনই বেশি ভার নেওয়া প্রয়োজন তো নেই। আমি ওদের বলেছি, তোমরাই এক সময় জাতীয় দলে খেলবে, সেটা মাথায় রেখেই স্রেফ শেখার চেষ্টা করো। ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার চেষ্টা করো। এখন স্রেফ মনের আনন্দে খেল, খেলাটা উপভোগ করো। এখনই বেশি চাপ নিয়ে খেলার মজাটা নষ্ট করার দরকার নেই। তরুণদের চাপে পিষ্ট না করতেও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন জাতীয় দলের অধিনায়ক। আমরা অবশ্যই চাইব শিরোপা জিততে। কিন্তু চ্যাম্পিয়ন হতেই হবে, এটা যেন ওদের মাথায় ঢুকিয়ে না দেওয়া হয়। এই চাপটা ওদের মাথায় ঢুকিয়ে দিলে উল্টো ফল হতে পারে। খেলাটা ওরা উপভোগ করতে পারলে ফলও ভালো হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান জানালেন, জাতীয় অধিনায়কের কথায় দারুণ অনুপ্রাণিত তার দলের ছেলেরা। মাশরাফি তো আসলে ওদের সবারই নায়ক। অধিনায়ক হিসেবে এটাও জানে কিভাবে সাফল্য পেতে হয়। ওর কথা মন দিয়ে শুনেছে ছেলেরা, সবাই খুব অনুপ্রাণিত। আগামী ২৭ জানুয়ারি, যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।