মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহের ভারত সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৯৭’র নিকট শূন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর মাঠে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. আবুল বাশার এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্পের এএসআই পিকে ঘোষ।
এছাড়াও সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ফুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৮৫/২৪-টির নিকট শূন্য রেখা বরাবর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ি বিওপি কমান্ডার হাবিলদার মো. আলাউদ্দিন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই লিপমারাজ।
অন্যদিকে সকাল ১০টা ৩০মিনিট থেতে ১১টা ১০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৭১/১-এস’র নিকট শূন্য রেখা বরাবর চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রাজা বান্দাল নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. আব্দুল হান্নান এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই মণ্ডল ।
এছাড়াও সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ব্যাটালিয়নের কুসুমপুর কোম্পানি বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৬১/১-এস’র নিকট শূন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহজাহান মিয়া এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর ক্যাম্প কমান্ডার এসি এসএইচ সঞ্জয় কুমার ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, এদিকে দুপুর ০৩টা হতে ০৩টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ১০৩/৭-এস’র নিকট শূন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল কুদ্দুস এবং পবিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রম্মনগর ক্যাম্প কমান্ডার এসআই কেআর শেরওয়াত ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুর শ্রীনাথপুর সীমান্তে গতকাল বুধবার সকাল ১০টা ১০মিনিট হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্র্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ৬০/১৩৯-আর’র নিকট শূন্য রেখা বরাবর উপজেলার খালেরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. আবু বক্কর অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটেলিয়নের সুটিপুর ক্যাম্প কমান্ডার এসআই অভয় কুমার। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পারচার না হওয়া এবং অবৈধভাবে কোনো বাংলাদেশি ও ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে বিষয়ে আলোচনা হয়।