স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের তানজিলকে (২৮) মারধর করে টাকা ও মোবাইলফোন কেড়ে নিয়ে নিছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতরাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রীজের অদুরে তাকে তিনজন যুবক বাটামপেটা করে তার কাছে থাকা ২৮ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে বলে সে অভিযোগ করেছে। তানজিল তার পরিচয় দিতে গিয়ে বলেছে বাড়ি দৌলতদিয়াড় চুনুরিপাড়ায়। পিতা মৃত রমজান শেখে। সে গতরাতে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ায় শ্বশুড়বাড়ি থেকে ২৮ হাজার টাকা নিয়ে বাড়ি দৌলাতদিয়াড়ে ফিরছিলো। এ সময় মাথাভাঙ্গা ব্রীজের নিটক পৌচ্ছালে দৌলাতদিয়াড় ভাংগাভিটেপাড়ার নুরুর ছেলে টিপুসহ তিনজন যুবক তার গতিরোধ করে। তানজীলের কাছে থাকা টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চৌরাস্তার মোড়ে অনেকেই বলেছে তানজীল মাদকাসক্ত। ব্রীজের নিটক মাদক সেবনের সময় হইতো তাকে কেউ মারধর করতে পারে।