মাথাভাঙ্গা মনিটর: প্রিয়াংকা চোপড়ার জীবনে আসল সুপারহিরো অমিতাভ বচ্চন বলে জানিয়েছেন ওই বলিউডি অভিনেত্রী। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, প্রিয়াংকা বর্তমানে বলিউডের মুক্তি প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’ এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওই সিনেমারই সূত্রে তিনি জানান, সিনেমার সুপারহিরো কৃষ হলেও তার মতে বাস্তবের সুপারহিরো হলেন অমিতাভ বচ্চন।
প্রিয়াংকা বলেন, অমিতাভ যেভাবে তার অভিনয় জীবন এবং ক্যারিয়ারকে নিয়ন্ত্রণ করে এসেছেন সেই দিক থেকে তিনি আমার জীবনের আসল সুপারহিরো। তিনি এ জীবনে যা অর্জন করেছেন এবং ভারতীয় চলচ্চিত্রকে যা দিয়েছেন তা সত্যিই অসাধারণ। রাকেশ রোশান পরিচালিত ‘কৃষ থ্রি’ সিনেমায় আরও অভিনয় করেছেন হৃত্বিক রোশান, কঙ্গনা রানৌত এবং বিবেক ওবেরয়। সিনেমাটি ১ নভেম্বর মুক্তি পাবে।