মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কলেজের অধ্যক্ষ আবু নাসির, কলেজ কমিটির সদস্য আব্দুল আজিজ, মতিয়ার রহমান, হেলাল উদ্দিন, বিমান, বদরুদ্দোজা বুদো মিঞা, সিরাজুল ইসলাম শাহার আলী, সালাউদ্দিন, শুকুর মাস্টার, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান মাস্টার, ডা. জাহান আলী, মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দীন, যুবলীগ নেতা রহিদুল, নয়ন, হিরো, জসিম, রানাসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রছাত্রীদের উদ্দেশে এমপি ছেলুন বলেন, বাংলাদেশ কেমন করে হলো তার সঠিক ইতিহাস তোমাদের জানতে হবে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, অনেক সাথিকে রণাঙ্গনে রেখে আসতে হয়েছে। ৪৭ সালে দেশ ভাগের পর পাকিস্তান আমাদের বাংলা ভাষার ওপর প্রথম আঘাত করলো। আমাদের রাষ্ট্রভাষা উর্দু হবে। বাংলায় কথা বলি, বাংলায় মা বলে ডাকি সেই ভাষা কেড়ে নিতে চাইলো। এ ভাষার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতুত্বে দেশ স্বাধীন হয়েছিলো। ৯ মাস খেয়ে না খেয়ে যুদ্ধ করে আমরা এ দেশটাকে স্বাধীন করেছি।