স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মল্লিকপাড়ার লেবু ও রাজন ঝিনাইদহের বঙ্কিরা ফাঁড়ি পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেড়শ পিচ ইয়াবাসহ এদেরকে বঙ্কিরা ফাঁড়ি পুলিশ আটক করে। আজ বুধবার ঝিনাইদহ সদর থানা পুলিশের মাধ্যমে দুজনকে আদালতে সোপর্দ করা হতে পারে।
বঙ্কিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেছেন, প্রতিদিন সন্ধ্যায় হাটগোপালপুর-খাড়াগোদা সড়কের বঙ্কিরায় চেক বসানা হয়। মঙ্গলবার সন্ধ্যায় হাটগোপালপুর থেকে খাড়াগোদা মুখি একটি আলমসাধুর দু যাত্রীর দেহ তল্লাশি করে দেড়শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে। এরা হলো- চুয়াডাঙ্গা জেলা শহরের মল্লিকপাড়ার মহিরুউদ্দিনের ছেলে লেবু মিয়া ও মৃত গোলাপের ছেলে রাজন। আটকের সময় দুজনই নিজেদের যুবলীগের বলে পরিচয়ে দিয়ে পার পাওয়ার চেষ্টা করে। পরে শুরু হয় জোর তদবির। মামলাসহ আজ বুধবার দুজনকেই ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হতে পারে।