স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনিএ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য ৪৫ দিন সময় লাগবে বলে নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। আমি এর সাথে আরো পাঁচদিন যোগ করে ৫০ দিন ধরে বলি ওই সময়ে সরকারের কার্যকরী ক্ষমতা কমে যাবে। কমিশনের ব্যাপারে মুহিত বলেন, ‘আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্থায়ী পে কমিশন এবং পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠন করা হবে। পে কমিশনের চেয়ারম্যান-ই পে অ্যান্ড সার্ভিস কমিশনের চেয়ারম্যান হবেন। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনকে ছয় মাস সময় দেয়া হবে বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে বেতন বৈষম্য সমন্বয় করে বেতন সংক্রান্ত সুপারিশ করার জন্য। এছাড়া একই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকের জন্য পৃথক বেতন কাঠামো গঠন করা হবে বলেও জানান তিনি।