স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রলীগ নেতা রিফাজ উদ্দীন রুবেলকে নির্মমভাবে মারপিট করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ২টার দিকে তাকে দর্শনা হল্টস্টেশনের নিকট মোটরসাইকেলের গতিরোধ করে মারপিট করা হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিফাজ উদ্দীন অভিযোগ করে বলেছে, দর্শনা হল্ট চাঁদপুরের চিহ্নিত রোকন ও নাজমুলসহ তাদের বেশ কয়েকজন ক্যাডার মোটরসাইকেল থামিয়ে আমাকে বেদম লাঠিপেটা করে। মেরে একটি হাত গুড়িয়ে দিয়েছে। কেন মেরেছে তা জানি না।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ছেলে রিফাজ উদ্দীন রুবেল ছাত্রলীগ নেতা। গতকাল সোমবার প্রয়োজনে দর্শনায় যায়। বেলা ২টার দিকে দর্শনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় হল্টস্টেশনের রেলগেটের অদূরে গতিরোধ করে মারপিট করা হয়। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া করা হয়েছে। হামলাকারীরা টাকাও ছিনিয়ে নিয়েছে বলে রিফাজ উদ্দীন অভিযোগ করেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা নব নির্বাচিত মেয়র মতিয়ার রহমান, সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম উজ্জ্বলসহ অনেকে।