বেদম প্রহারে বাসচালক মৃত্যুশয্যায় : চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: বাসচালক মিজানুর রহমানকে বেদম প্রহারের প্রতিবাদে চুয়াডাঙ্গার সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুর থেকে একে একে সড়কগুলোতে বাস চলাচল ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়। তারই জের ধরে আজও সড়কে বাস চলাচলের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বাসচালক মিনাজুর রহমানকে সংজ্ঞাহীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকালই ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নেয়ার প্রক্রিয়া শুরু করলেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসচালক মিজানুর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাসচালক মিজানুর রহমানের পিতা চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের পিয়ার আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বাস নিয়ে গতকাল আলমডাঙ্গা থেকে বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গায় ফেরে মিজানুর রহমান। চুয়াডাঙ্গা মসজিদপাড়ার কানাপুকুর পাড়ে বাস ধীর গতি হলে পেছনে এসে আলামিন ইটভাটার একটি ট্রাক্টর এসে বাসের পেছনে ধাক্কা মারে। মিজানুর রহমানের সাথে ট্রাক্টর চালকের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ট্রাক্টরমালিক দরুদ মোবাইলফোনে বাসের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রাক্টর ছেড়ে দিতে বলেন। বাসচালক মিজানুর রহমান বাস নিয়ে একাডেমি মোড়ে পৌছুলে দরুদসহ কয়েক যুবক মোটরসাইকেলযোগে একাডেমি মোড়ে পৌঁছে বাসচালক মিজানুর রহমানকে বেদম বাটামপেটা করে। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা সটকে পড়ে। স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। অপরদিকে এ ঘটনায় পরিবহন শ্রমিকরা একাডেমি মোড়ে বাস আড় করে দিয়ে অবরোধ গড়ে তোলে। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয়া হলেও চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে অন্যান্য রুটেও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। আকস্মিক বাস চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রী সাধারণকে দুর্ভোগের শিকার হতে হয়। তবে দূরপাল্লার পরিবহন ছেড়েছে।
বাসচালকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ শ্রমিকরা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে তা অবশ্য গতরাতে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। সংগঠনের তরফে কোনো প্রেসবিজ্ঞপ্তিও দেয়া হয়নি। অপরদিকে বাসচালক মিজানুর রহমানের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে। দীর্ঘ সময় ধরে জ্ঞান ফেরেনি। চিকিৎসক বলেছেন, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎধীন রাখা হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।