মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবি ডি ভিলিয়ার্স। একই দিন ৭ হাজার রান ছুঁয়েছেন হাশিম আমলা। রানের এই মাইলফলক ছুঁতে ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টে ৫০ রান প্রয়োজন ছিলো ডি ভিলিয়ার্সের, আমলার দরকার ছিলো ৯৩ রান। তৃতীয় দিনে লাঞ্চের আগে কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স, লাঞ্চের পর আমলা।
মঈন আলীকে চার মেরে অর্ধশতক ছোঁয়ার পাশাপাশি মাইলফলক ছুঁয়ে ফেলেন ডি ভিলিয়ার্স। ৬৪ রান নিয়ে দিন শুরু করা আমলা লাঞ্চের পর প্রথম বলে মইনকেই কাভার ড্রাইভে ছুঁয়েছেন ৭ হাজার। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার ক্লাবের সদস্য হলেন ডি ভিলিয়ার্স। এর আগে জ্যাক ক্যালিস করেছেন ১৩ হাজার ২০৬ রান। গ্রায়েম স্মিথের রান ৯ হাজার ২৫৩। ইনিংসের হিসেবে ডি ভিলিয়ার্সের আগে আছেন দক্ষিণ আফ্রিকার কেবল ক্যালিসই। ১৭০ ইনিংসে ৮ হাজার ছুঁয়েছিলেন ক্যালিস, ডি ভিলিয়ার্সের লাগলো ১৭২ ইনিংস। ১৫২ ইনিংসে ৮ হাজার রান করে বিশ্বরেকর্ডটি কুমার সাঙ্গাকারার। ৭ হাজার ছুঁতে আমলার লাগল ১৫১ ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার ছুঁয়েছেন গ্রায়েম স্মিথ, ১৪৮ ইনিংসে। ১৫১ ইনিংসে ছুঁয়েছিলেন ডি ভিলিয়ার্স। ১৩১ ইনিংসে ৭ হাজার রান করে রেকর্ড ওয়ালি হ্যামন্ডের। ৭ হাজার ছোঁয়ার ওভারেই আরেকটি বাউন্ডারিতে আমলা ছুঁয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৪তম শতক। দক্ষিণ আফ্রিকার হয়ে তার চেয়ে বেশি শতক আছে কেবল ক্যালিস (৪৫) ও স্মিথের (২৭)।