টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গায় উঠতি বয়সী কাউকে একাকী পেলেই তুলে নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র)

নাজাই মানুষ ধরে ধরে
শূন্য পকেট ভরে ভরে
মজায় মজায় খাচ্ছো-
ভীষণ আরাম পাচ্ছো।

লোকের তবিল কেটে কেটে
নানান ছুতোয় বেটে বেটে
ডাঁটের সাথে চলছো-
পরের দু’কান মলছো।

ঘা-প্যাঁদানি দিয়ে দিয়ে
পয়সা-টাকা নিয়ে নিয়ে
ফন্দি ফিকির করছো-
কায়দা করে সরছো।

পড়লে ধরা খবর আছে
ফের কপালে যবর আছে।

আহাদ আলী মোল্লা