চুয়াডাঙ্গার জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের বোমা হামলায় মোহাম্মদ আলী (৫০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত সাহাবুদ্দীন (৬০) এর ডান পা উড়ে গেছে। তাকে যশোরে ফোর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের ১১৬ বিঘা জমিতে স্বাধীনতার পর থেকেই ভুমিহীনরা বসবাস করে আসছিলো। ৪ বছর আগে এ জমির মালিকানা দাবি করে দর্শনা আব্দুল হাই টুকু ও এলাকার কতিপয় জোতদার। এরপর এ জমি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এক পর্যায়ে ভুমিহীনদের বাড়ি-ঘর ভেঙ্গে এ জমি থেকে উচ্ছেদ করে দেয় জোতদাররা। এরপর ২০১৫ সালের ২৪ জুলাই চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও প্রশাসনের হস্তক্ষেপে আবারো তাদের বসত ভিটায় ফিরে যায় ভুমিহীনরা। এদিকে আজ সোমবার এ জমি নিয়ে আবারো সংঘর্ষ বাঁধে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্রামের টিপুর চায়ের দোকানে বসে ছিল মৃত জাবেদ আলীর ছেলে মোহাম্মদ ্আলী (৫০)সহ কয়েকজন। এ সময় কে বা কারা পরপর ৪/৫ টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। এতে আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় কাদের শেখ’র ছেলে সাহাবুদ্দীন(৬০)। বোমাঘাতে তার ডান পা উড়ে গেছে। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। # #