দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বহুল আলোচিত লক্ষ্মীপুর দলকা বিলে আবারও সন্ত্রাসীদের আনাগোনা শুরু হয়েছে। সন্ত্রাসীচক্র সম্প্রতি বিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের নিকট মোবাইলফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বিল এলাকায় ঘটানো হয়েছে বোমার বিস্ফোরণ। সেই সাথে হত্যার হুমকিও দিয়েছে ওই সন্ত্রাসীচক্র। এ ঘটনায় বিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বহুল আলোচিত লক্ষ্মীপুর দলকা বিল কয়েক বছর ধরে ভাই ভাই মৎস্য সমবায় সমিতির নামে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন লিটন। ওই ভাই ভাই মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর গ্রামের লিটনের নিকট সম্প্রতি ০১৮৩৬-৮৭০৯৭১ মোবাইল নম্বর থেকে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ইজারাদার লিটন ওই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা গত ২ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিল এলাকায় পরপর ৩টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটনায় এবং বিলে পাহারাদারদের অকথ্য ভাষায় গালাগালি করে। এবং তাদের মেরে ফেলার হুমকি দেয় ওই সন্ত্রাসীচক্র। পরদিন সকালে বিলের পাহারাদাররা ওই সন্ত্রাসীচক্রের কয়েকজনকে চিনতে পেরেছে বলে জানালে লিটন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।