বর্ডার গার্ড বাংলাদেশের ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদর দফতরে আনন্দঘন পরিবেশে অতিথিদের স্বাগত জানান ৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান। সন্ধ্যা সাড়ে ৬টায় অতিথিদের স্বাগত জানিয়ে আসন গ্রহণ করানো, ফুলেল শুভেচ্ছা প্রদান, স্বাগত বক্তব্য প্রদান ও ৪১ পাউন্ডের কেক কর্তনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার লাহেমং, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, সিভিল সার্জন ডা. আজিজুল হক, ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম তাজ, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান ও একজন নবীন সৈনিককে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে রাতের খাবার খাওয়া শুরু করেন বিজিবির পদস্থ কর্মকর্তাগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর আনোয়ার জাহিদ, অনারারি সহকারী পরিচালক জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আ. রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মুনউজ্জামান, এনডিসি মনিবুর রহমানসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সরকারি সকল বিভাগের কর্মকর্তাগণ। সন্ধ্যা ৭টায় রঙিন আলোর ঝলকানিতে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a comment