জীবননগর ব্যুরো: আওয়ামী লীগের অফিসে আগুন ও দুজনকে হাতুড়ি পেটা করার পর আবার হাতুড়ি পেটার শিকার হলো কৃষ্ণপুরের মশিয়ার। গতকাল শনিবার রায়পুর বাজারের একটি চায়ের দোকানে তাকে হাতুড়ি পেটা করা হয়। আবারো ইউনুছ ও আজাবুল ও ওলিয়ারের নেতৃত্বে হামলা চালিয়ে মশিয়ারকে হাতুড়ি পেটা করা হয়। জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করায় বিজয়ী বিদ্রোহী প্রার্থীর লোকজন এ হামলা করছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, জীবনগর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নাসির উদ্দিন ও দলের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন। বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের পক্ষে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কাজ করেন। নির্বাচনে জাহাঙ্গীর আলম বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনের রাতেই বিদ্রোহী গ্রুপের লোকজন হামলা চালিয়ে রায়পুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। আগুনে অফিসটি ভস্মীভূত হয়। এ ঘটনার পর শুক্রবার হামলা চালিয়ে আজিজুল হক ও রেজাকে হাতুড়ি পেটা করা হয়। গতকাল হাতুড়ি পেটা করা হয়েছে মশিয়ারকে। মশিয়ার অভিযোগ করে বলেন, রায়পুর বাজারের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় ইউনুছ, ওলিয়ার ও আজাবুলের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। ‘আমি কেন বাজারে এসেছি এ কথা বলে করা হয় হাতুড়ি পেটা। প্রাণ বাঁচাতে দৌঁড়ে আশ্রয় নিই পাশের কুদ্দুছের দোকানে। আহত হলেও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে সাহস পাইনি। বাড়ি ছেড়ে অন্য স্থানে লুকিয়ে আছি।’ তিনি বলেন আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকে ভোট করায় আজ আমাদের বাজারে আসা যেমন বন্ধ হতে চলেছে তেমনি প্রাণ বাঁচানোও দায় হয়ে