জীবননগর ব্যুরো: প্রতিবেশীদের নির্যাতন ও প্রাণনাশের হুমকিতে পরিবার নিয়ে বাড়ি ছাড়লো জীবননগর দেহাটির মতিয়ার রহমান (৪২)। গতকাল শনিবার সে বাড়ির বাঁশ-কাঠ খুলে ও আসবাপত্রসহ স্ত্রী ও দু ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে জীবননগর উদ্দেশে পাড়ি জমিয়েছে।
দেহাটি মাঠপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজির আলী রাস্তার ওপর নিয়মিত ছাগল বেঁধে রাখেন। যাতায়াতের অসুবিধা হলে তিনি ছাগল বাঁধতে নিষেধ করেন। এতে নজির আলীসহ তার পরিবার ক্ষিপ্ত হয়ে পড়ে। গত ২৩ নভেম্বর নজির আলী ও তার দু ছেলে ফিরোজ আলী, যাদুব আলী, সিরাজের ছেলে সেন্টু মিয়া একজোট হয়ে হামলা চালিয়ে মতিয়ারসহ তার দু ছেলে তাজমুল, নাজমুল ও স্ত্রী তাছলিমাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় তিনি হামলাকারীদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর তারা মতিয়ারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সম্প্রতি আবারো মতিয়ারকে নজির ও তার ছেলেরা তাদের বাড়িতে মতিয়ারকে ধরে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার অপচেষ্টা চালায়। মতিয়ারের গোঙড়ানির শব্দে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মতিয়ার সুস্থ হয়ে বাড়ি ফিরলে আবারো তার ওপর শুরু করে নির্যাতন। দেয়া হয় প্রাণ নাশের হুমকি। এ অবস্থায় গতকাল সে পরিবার পরিজন ও আসবাবপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এ ব্যাপারে মতিয়ার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।