মাথাভাঙ্গা মনিটর: ব্যাপারটাকে চাইলে ভারতীয় ক্রিকেটে পালাবদলের প্রতীক ভাবতে পারেন। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ব্যাটনটা ধীরে ধীরে নিজের হাতে নিয়ে নিচ্ছেন বিরাট কোহলি। ধোনি টেস্ট থেকে অবসর নেয়ার পর টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন। ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়কত্বটাও হয়তো পেয়ে যাবেন খুব শিগগিরই। তবে এবার ভিন্ন এক সম্মানও ধোনির কাছ থেকে নিয়ে গেছেন কোহলি। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে সরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি খেলোয়াড় এখন কোহলি।
আইপিএলে নিলাম থেকে যেসব খেলোয়াড়কে কেনা হয়, তাদের দামটা তো জানা যায়। কিন্তু যাদেরকে বছরের পর বছর নিলামে না তুলে দলে ধরে রাখা হয়, তারা কতো পাচ্ছেন তা কিন্তু আড়ালেই থেকে যায়ে। গত ১৫ ডিসেম্বর এবারের আইপিএলের প্লেয়ারস ড্রাফট হওয়ার পর আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা খেলোয়াড়দের বেতনের অঙ্কটা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। গতকাল প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সবচেয়ে দামি খেলোয়াড় কোহলিই। এতোদিন ধরে মনে করা হচ্ছিলো, ধোনিই আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়। কিন্তু কাল আইপিএলের ওয়েবসাইটে খেলোয়াড়দের প্রকৃত বেতনের অঙ্কটি তুলে ধরার দেখা যাচ্ছে, আইপিএলের প্রতি মরসুমে কোহলি বেতন পাচ্ছেন সর্বোচ্চ ১৫ কোটি রুপি! ধোনির বেতন তার চেয়ে আড়াই কোটি কম। বিলুপ্ত হয়ে যাওয়া চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করা ধোনি এবার খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি পুনের হয়ে। সেখানে মরসুম প্রতি ১২.৫ কোটি রুপি করে পাবেন ধোনি।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন কে সেটি অনুমান করতে পারছেন? অনুমান করতে খুব ভাবতে হচ্ছে না। তিনি আর কেউ নন, টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল।