মেহেরপুরে এইচএসসি ৮৩ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: দীর্ঘ ৩২ বছর পর প্রথমবারের মতো মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি ৮৩ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী, প্রীতিভোজ ও ৱ্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মেহেরপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের উপাধক্ষ্য রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চল, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, সানোয়ার উদ্দীন আহম্মেদ সহিদ, রজব আলী, আব্দুর রহিম, সুলতান, মিঠু প্রমুখ।