স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় কার্পাসডাঙ্গার হাবিব মাস্টার ১১ খেলায় ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করেন আলমডাঙ্গার কাবের আলী মাস্টার এবং তৃতীয় স্থান অধিকার করেন মেহেরপুর জেলার শাহাবুদ্দিন আহম্মেদ। ২৪ জন প্রতিযোগী নিয়ে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় প্রাথমিক বিদ্যালয় চত্বরে গত ১১ ডিসেম্বর এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক সাইদুর রহমান।