সাকিবকে এবারও ছাড়ল না কলকাতা

স্টাফ রিপোর্টার: পাকিস্তান সিরিজের জন্য গতবার মাত্র ৪টি ম্যাচই খেলতে পেরেছিলেন। তাতে ব্যাট হাতে ৩৬ রান, আর বাঁহাতি স্পিনে ৪ উইকেট। কিন্তু টি-টোয়েন্টি আর ওয়ানডের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডারকে এই চার ম্যাচ দিয়ে মাপতে যাওয়া ভুল। সেটা করেনি কোলকাতা নাইট রাইডার্সও, পাকা জহুরির চোখ দিয়ে ঠিকই দলের রত্নকে চিনে নিয়েছে তারা। আগামী মরসুমের আইপিএলের জন্য আবারও সাকিব আল হাসানকে দলে রেখে দিয়েছে দলটি। আগামী ফেব্রুয়ারিতে হবে এবারের আইপিএলের নিলাম। গতকাল ছিলো ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গুছিয়ে নেয়ার শেষ দিন। কাকে রাখবে, কাকে ছেড়ে দেবে- এসবের তালিকা জমা দিতে হয়েছে গতকাল। তাতে ছয় ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ১০১ জন খেলোয়াড়কে দলে রেখে দিয়েছে, আর ছেড়ে দিয়েছে ৬১ জনকে।
ছেড়ে দেয়ার তালিকায় আছে ডেল স্টেইন, অ্যাঞ্জেলো ম্যাথুস, যুবরাজ সিং, কেভিন পিটারসেনসহ অনেক বড় নাম। তবে এদের মধ্যে যুবরাজ আর ম্যাথুসের বিষয়টা একটু ভিন্ন। গতবারের নিলামে ভারতীয় ও বিদেশি দু কোটায় সবচেয়ে দামি দু খেলোয়াড় ছিলেন দিল্লির এ দুই খেলোয়াড়। অথচ এক মরসুম পরই কি-না নতুন দলের খোঁজে নামতে হচ্ছে তাদের। অবশ্য গতবার যুবরাজ-ম্যাথুসের পারফরম্যান্সটাও ছিলো আকাশচুম্বী দামের ঠিক বিপরীত দিকে। ১৩ ইনিংসে ২০’রও কম গড়ে ২৪৮ রান যুবরাজের। বোলিং তো করেছেনই সাফল্যে ৯ ওভার। আর ম্যাথুস ১১ ম্যাচে ব্যাট হাতে ১৪৪ রানের সাথে বল হাতে নিয়েছেন মাত্র ৭ উইকেট। ইকোনমি রেটও ছিলো ৮.২০! এই দুজনকে ছেড়ে দিয়ে এবার অন্য কাউকে নিলাম থেকে টেনে নেবে দিল্লি। তবে পুরোটাই তো ভাগ্যের খেলা।