স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় মাঠ পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদেরকে পরিবার কল্যাণ সহকারী রেজিস্ট্রার (অস্টম সংস্করণ) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেজিস্ট্রার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এ উপস্থিত ছিলেন সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
প্রধান অতিথি বলেন, পরিবার পরিকল্পনা নিয়ে সঠিক তথ্য সরকারের কাছে না পৌঁছুলে দেশে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। এজন্য, মাঠকর্মীদের কাজগুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে গুরুত্ব দিয়ে তদারকি করতে হবে। কোনো ভুয়া প্রতিবেদন যেনো ওপর মহলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনসংখ্যা নিয়ে সারা পৃথিবী শঙ্কিত। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে চাষের জমি থাকবে না। জনসংখ্যার বিস্ফোরণ ঘটানো যাবে না। দেশের মঙ্গল আমাদের চাইতে হবে সকলকে। সকলের সহযোগিতায় দেশ ও প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন।