স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনের সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাচ্চু (৪৫), এরশাদ (৪২) ও আদু (৪২)। এদের মধ্যে বাচ্চু নগরীর মালদা কলোনী এলাকার বাসিন্দা। তিনি ট্রাক মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যান। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।